পড়াশোনার বাইরে আমার তেমন কোনো কাজ নেই, মুভি দেখি- ফেসবুকে থাকি, সুযোগ পেলে ঘুরে বেড়াই। এইতো মাত্র দুই বছর আগে ফেসবুকে লাক্স সুপারস্টারের একটা আবেদন করার লিঙ্ক দেখি। ক্লিক করে আবেদন করে ফেলার পরে আমি জানতামও না যে আমার রেজিস্ট্রেশন হয়েছে। একদিন কর্তৃপক্ষের ফোন পেয়ে অবাক হয়ে গেলাম। ইনডিসিশানে ভুগছিলাম যাব কি না। শেষ পর্যন্ত বাসায় কথা বলে পজেটিভ ইঙ্গিত পাওয়ার পরে অংশ নিলাম। কিভাবে কিভাবে যেন টপ থার্টিন পর্যন্তই চলে গেলাম। আমার নিজেরও কোনো ফিলিংস হচ্ছিল না কেন না আমার তো শোবিজে কাজ করার তেমন প্যাশন ছিল না। আদৃতা আদি পড়ছেন রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটিতে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়লেও ক্যারিয়ারের বিষয়ে বেশ উদাসীন। আর আদৃতার শোবিজে আসার গল্পটা এমনই ছিল। এখনো বোঝেন না এই বর্ণময় জগত সম্পর্কে। কিন্তু তারপরও অল্প কয়েকটি হলেও উল্লেখ করার মতো কিছু কাজ করেছেন। আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। মিস্টিরিয়াস পেইন নাটকের
মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হলেও এই মাধ্যমে কাজ করছেন 'নির্বাচন' পদ্ধতিতে। আসলে আমি তো পড়াশোনাটাকে ভালোভাবে শেষ করতে হবে এই চিন্তা নিয়ে আছি। কাজও করতে হবে অল্প। বাকিটা পরে- এমনই জবাব আদৃতার। রুদ্র মাহফুজের রচনায় এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে মেগা সিরিয়াল 'লাইফ ইন মেট্রো'। বি ইউ শুভ'র পরিচালনায় চারটি নারীপ্রধান চরিত্রের একজন আদ্রিতা। আর কি কাজ করছেন? 'তেমন কিছু না। এশিয়ান টেলিভিশনে স্যন্ডালিনা ই-ক্যাফে অনুষ্ঠানের হোস্ট হিসেবে কাজ করছি- এই তো। তবে আরেকটা বিজ্ঞাপন চিত্রের কাজ শেষ করেছি। বেশ মজার। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে।' বর্তমানে থেকেও মানুষের প্রতিটা মুহূর্ত ঝুঁকে থাকে ফিউচারের দিকে, কি করবেন ফিউচারে মিডিয়া নাকি করপোরেট জব? হাসতে হাসতে বলে ফেললেন আদৃতা তা 'পড়ালেখা শেষ হলে বিয়ে করে ফেলবো।' আর মিডিয়ায়? না আসলে মিডিয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নেই আমার। আমি কোনো বড় সেলিব্রিটি হওয়ার স্বপ্ন দেখি না। আমি যা তা-ই। পড়াশোনা, টুকটাক ভালো কাজ পেলে করব। এইতো, ক্যারিয়ার নিয়ে আমার কেন যেন চিন্তা নেই। আকর্ষণ বোধ করি না। ফিল্মের অফার পেলে করবেন না কি না? এমন প্রশ্নের জবাবে আদৃতা'র বক্তব্য ছিল ফিল্ম-এর অফার পেলে করবেন তবে... তবে? তবে সেটা ভালো পরিচালক কিংবা 'মানসম্মত' হতে হবে।
মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হলেও এই মাধ্যমে কাজ করছেন 'নির্বাচন' পদ্ধতিতে। আসলে আমি তো পড়াশোনাটাকে ভালোভাবে শেষ করতে হবে এই চিন্তা নিয়ে আছি। কাজও করতে হবে অল্প। বাকিটা পরে- এমনই জবাব আদৃতার। রুদ্র মাহফুজের রচনায় এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে মেগা সিরিয়াল 'লাইফ ইন মেট্রো'। বি ইউ শুভ'র পরিচালনায় চারটি নারীপ্রধান চরিত্রের একজন আদ্রিতা। আর কি কাজ করছেন? 'তেমন কিছু না। এশিয়ান টেলিভিশনে স্যন্ডালিনা ই-ক্যাফে অনুষ্ঠানের হোস্ট হিসেবে কাজ করছি- এই তো। তবে আরেকটা বিজ্ঞাপন চিত্রের কাজ শেষ করেছি। বেশ মজার। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে।' বর্তমানে থেকেও মানুষের প্রতিটা মুহূর্ত ঝুঁকে থাকে ফিউচারের দিকে, কি করবেন ফিউচারে মিডিয়া নাকি করপোরেট জব? হাসতে হাসতে বলে ফেললেন আদৃতা তা 'পড়ালেখা শেষ হলে বিয়ে করে ফেলবো।' আর মিডিয়ায়? না আসলে মিডিয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নেই আমার। আমি কোনো বড় সেলিব্রিটি হওয়ার স্বপ্ন দেখি না। আমি যা তা-ই। পড়াশোনা, টুকটাক ভালো কাজ পেলে করব। এইতো, ক্যারিয়ার নিয়ে আমার কেন যেন চিন্তা নেই। আকর্ষণ বোধ করি না। ফিল্মের অফার পেলে করবেন না কি না? এমন প্রশ্নের জবাবে আদৃতা'র বক্তব্য ছিল ফিল্ম-এর অফার পেলে করবেন তবে... তবে? তবে সেটা ভালো পরিচালক কিংবা 'মানসম্মত' হতে হবে।
Comments