কঙ্গনার বাড়িতে পুলিশ, খোশমেজাজে হৃতিক!

বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিক রোশনের বিরোধ শেষ পর্যন্ত থানা-পুলিশে গড়াল। হৃতিক রোশন সম্প্রতি কঙ্গনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে দেন। সে অভিযোগের তদন্তে কঙ্গনাকে থানায় আসতে বলে পুলিশ। কিন্তু তিনি পুলিশকে মোটেই কেয়ার করেন না, এ বিষয়টি জানিয়ে থানায় যেতে অস্বীকার করেন। অগত্যা পুলিশকেই যেতে হয়েছিল কঙ্গনার মুম্বাইয়ের ফ্ল্যাটে। পুলিশ কঙ্গনার বাড়িতে গিয়ে তার ইমেইল কেলেঙ্কারিতে কঙ্গনা এবং তার বোন রঙ্গোলির বয়ান নেন। হৃতিক অভিযোগ করেছিলেন, কঙ্গনা তার নামে ‘ভুয়া’ অ্যাকাউন্ট খুলে তা থেকে ইমেইল করছেন। এ বিষয়টি নিয়ে তিনি দুবার অভিযোগও জানিয়েছেন মুম্বাই পুলিশের সাইবার অপরাধদমন বিভাগে। সেই ভুয়া অ্যাকাউন্টের  হদিস পেতেই কঙ্গনার বয়ান চেয়েছে পুলিশ। পরীক্ষা করতে পুলিশ কঙ্গনার ল্যাপটপও চেয়েছে। এর আগে কঙ্গনাকে সুবিধাজনক সময়ে পুলিশের সাইবার অপরাধদমন
বিভাগে গিয়ে বয়ান দেওয়ার কথা বলেছিল পুলিশ। এজন্য পুলিশের তরফে তিনবার চিঠি পাঠানো হয়। যদিও তিনি তার একটিরও জবাব দেননি। তদন্তের প্রয়োজনে কঙ্গনা ছাড়াও তার বোন রঙ্গোলিকে তলব করেছিল পুলিশ। এর আগে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছিলেন, তার মক্কেলরা থানায় যাবেন না। কারণ, কোনো মহিলাকে এভাবে থানায় তলব করা আইনসঙ্গত নয়। সেইমতো কঙ্গনার ফ্ল্যাটেই পদার্পণ ঘটে পুলিশের। এজন্যই, দুপুরের কিছু পরে খার এলাকায় কঙ্গনার ফ্ল্যাটে যান সাইবার অপরাধ দমন বিভাগের কয়েকজন মহিলা কর্মকর্তা। জানা গেছে, কঙ্গনার ফ্ল্যাটে প্রায় তিন ঘণ্টা ছিলেন পুলিশ সদস্যরা। হৃতিকের করা অভিযোগের ভিত্তিতে তারা কঙ্গনা এবং তার বোনের বয়ান নথিভুক্ত করেন। তবে ‘জাল’ হৃতিক সম্পর্কে তাদের বয়ানে কঙ্গনা এবং রঙ্গোলি কী বলেছেন, সে সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। এদিকে কঙ্গনার ফ্ল্যাটে যখন পুলিশ তদন্ত করছে সে সময় হৃতিক রয়েছেন খোশমেজাজে। দুই ছেলে হৃদান এবং হৃহানকে নিয়ে গতরাতে মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ছবি দেখতে গিয়েছিলেন হৃতিক। সঙ্গে ছিল ছেলেদের কয়েকজন বন্ধুও। ছাই রঙের ডেনিম, কালো টি-শার্ট এবং ক্যাপ পরিহিত হৃতিক সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও ছুড়ে দিয়েছেন ঝকঝকে হাসি। যদিও এক ছেলেকে হাত দিয়ে নিজের মুখ ঢেকে ক্যামেরা আড়াল করতে দেখা গিয়েছে। 

Comments