সোনমের বোনের ছবিতে নায়িকা কারিনা‌

অনিল কাপুরের মেয়ে রিয়া এবার ছবি পরিচালনায়। নায়িকা?‌ বোন সোনম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু না। ছবিতে সোনম রয়েছেন। তাঁর চরিত্রও বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি নায়িকা নন।  মূল চরিত্রে রয়েছেন কারিনা কাপুর। কেন সোনম নন!‌ নিন্দুকরা বলছেন, প্রথম ছবি নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না রিয়া কাপুর। তাই বোনকে সান্ত্বনা পুরস্কার দিয়েই ক্ষান্ত রেখেছেন।  হলিউড ড্রামা ‘‌দ্য সিস্টারহুড অফ দ্য ট্রাভেলিং প্যান্টস’‌ থেকে অনুপ্রাণিত। ঘুরতে বেরিয়ে এক দল মেয়ে কী কী কাণ্ড বাধায়, সেটা নিয়ে ছবিটি। খুব শিগগিরই শুরু হবে শ্যুটিং। রয়েছেন স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া। -

Comments