অনেকদিন নিজের পরিচিত গণ্ডি ছেড়ে বিদেশের মাটিতে। দীপিকা পাড়ুকোনের হলিউড অভিজ্ঞতার প্রথম দিকটা এমনই ছিল। অবশেষে সেই ছবির কাজ শেষ। মন তো খারাপ হওয়ারই কথা। সহশিল্পীর সঙ্গে তাই একটু ‘মন খারাপ’ করা সেলফি না দিলে কি আর হয় দীপিকার!
‘ট্রিপল এক্স’ সিরিজের ‘রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির শুটিং শেষ হয়েছে। শুটিংয়ের শেষটা হয়েছে নিনা দোব্রেভকে দিয়ে। তিনি দীপিকাকে নিয়ে একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘সেটের সবাইকে খুব মিস করব। প্রত্যেকেই খুব দারুণ পরিশ্রমী এবং মেধাবী।’ দীপিকার শুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে কয়েকদিন আগেই, ১২ মে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘সেরেনা’। নিনার চরিত্রের নাম ‘বেকি’।
‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে মুখ্য ভূমিকায় ভিন ডিজেল ছাড়াও রয়েছেন স্যামুয়েল এল জ্যাকসন, টনি জা, রুবি রোজ এবং মাইকেল বিসপিংয়ের মতো তারকারা। ছবিটি পরিচালনা করেছেন ডিজে কারুসো।
আগামী বছর ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীপিকার কারণে এবারে উপমহাদেশের বাজারেও ভালো ব্যবসা করতে যাচ্ছে ছবিটি, এ কথা তো বলারই অপেক্ষা রাখে না।
Comments