অবশেষে নতুন ছবি

গত বছর জুলাইয়ে তারেক শিকদারের ‘দাগ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। এরপর দীর্ঘ ১০ মাস আর কোনো নতুন ছবিতে দেখা যায়নি তাঁকে। অপেক্ষায় ছিলেন ভালো কোনো প্রস্তাবের। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ
হয়েছেন এই লাক্স সুপারস্টার। জুনে ছবিটির শুটিং শুরু হবে। মিম বলেন, ‘মাঝখানে দু-একটি ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু গল্প এবং পরিচালক পছন্দ হয়নি। তা ছাড়া বাজেটও কম ছিল। যার কারণে আর কাজ করা হয়ে ওঠেনি। মামুন ভাইয়ের এই ছবির বাজেট এবং গল্প দারুণ। আমার সহ-অভিনেতা হিসেবে আছেন বাপ্পী। এর আগে ‘সুইট হার্ট’ ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলাম। ছবিটি দর্শকরা গ্রহণ করেছে। আশা করছি, নতুন এই ছবিও সবার ভালো লাগবে।’ 

Comments