security Windows Defender নিয়ে কিছু কথা

আজকে আমি আপনাদের একটি বিশেষ জিনিস সম্পর্কে ধারনা দিব। অাপনারা অনেকেই হয়তো Windows 8, 8.1 এবং windows 10 ব্যবহার করার সময় এন্টিভারাস সফটওয়ার নিয়ে সমস্যায় পরেন। দেখা গেছে আপনি নতুন  Windows ‍দিয়েছেন কিন্তু এন্টিভাইরাস সফটওয়ার সেটআপ দেওয়ার পর হটাৎ পিসি স্লো হয়ে গেছে। আসলে আমি সব ধরনের ভালো ভালো ব্রান্ড এর এন্টিভাইরাস সফটওয়ার গুলো ব্যবহার করেছি এগুলো সিসটেম চালু করার চেয়ে স্লো বেশি করে। তাই আমি আপনাদের সাজেসন দিচ্চি আপনারা যখন Windows 8, 8.1 বা windows 10 ব্যবহার করবেন তখন অন্য কোন এন্টিভাইরাস সফটওয়ার ইনস্টল দিবেন না।
কম্পিউটারের Start মেনুতে ‍গিয়ে Windows Defender সার্চ ‍দিন দেখবেন একটি এন্টিভাইরাস সফটওয়ার ওপেন হবে। এই সফটওয়ারটির সেটিংস এ গিয়ে Update করে নিন। বেস এইবার কাজ শেষ। এখন আপনার পিসির স্পিড কমবে না। যেমনটা ছিল বরং তারচেয়ে দ্রুত হবে।  এইটা নিয়ে তেমন কিছুই বলার নাই। আমার মতে এই এন্টিভাইরাস সফটওয়ার এর মতো ভালো এবং উন্নতমানের কোন সফটওয়ার আর নেই। আশা করছি আপনারা ব্যবহার করবেন

Comments