১ এমবির সফটওয়্যার দিয়ে মেমরি ব্যাটারি সহ সব কিছুকে বাচান ভাইরাসের হাত থেকে

আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন সবাই! আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আমিও আপনাদের মত একজন টেক লাভার।
প্রজুক্তির সাথে থাকতে ভাল লাগে।
আজ আবার আপনাদের সামনে একটি অ্যাপ নিয়ে আসেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
ভালো লাগলে টিউমেন্ট করবেন। তো আর কথা না বারিয়ে শুরু করা যাক।
টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি কাজের এই এপটি।
যদি না জানেন তাহলে আমি বলছি।
এটি দিয়ে আপনি ফোনের ভাইরাস চেক করতে পারবেন।
এটি দিয়ে আপনি মেমোরি কার্ডের ভাইরাস ডিলেট করতে পারবেন।
পাওয়ার ক্লিন করতে পারবেন।
সুবিধার জন্য কিছু স্ক্রিনশট
 
অ্যাপ্লিকেশন ম্যানেজার
ব্যাচ সহজ অবাঞ্ছিত Apps অথবা ব্যাকআপ গুরুত্বপূর্ণ বেশী আনইনস্টল. অক্ষম প্রি-ইন্সটল্ড এবং সিস্টেম অ্যাপস.
স্ক্যান করুন এবং অপ্রয়োজনীয় APK, ফাইল পরিষ্কার.
যন্ত্রের তথ্য
CPU- র কুশলী অবস্থা, মেমরি (RAM), জিপিইউ, ক্যামেরা, স্টোরেজ, রম, ব্যাটারি এবং হার্ডওয়্যার বৈশিষ্ট্য.
মেমরি (RAM), স্টোরেজ স্পেস এবং CPU- র / ব্যাটারি তাপমাত্রা সম্পর্কে অবগত থাকুন.
ব্যাটারি জীবন নাশক এবং অতিতপ্ত ডিভাইস ঘটাচ্ছে থেকে অ্যাপস বন্ধ করুন.
TuneUp টাস্ক ম্যানেজার মেমরি প্রান্তিক মান আপনার ফোনের কর্মক্ষমতা নিখুত.
আবারো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি।
ভাল থাকুন সুস্থ থাকুন,এই কামনাই করি
কেউ কপি করবেন না। আমাদের অনেকের কপি করার অব্বভাস আছে। আর কপি করলে ক্রেডিট দিয়ে দিয়েন।
কেউ বাজে কথা বলবেন না। আশা করি।
তো আজ আর নয়। আজকের মত এ পর্যন্তই।
ভালো থাকবেন। আমার জন্ন্য দোয়া করবেন যেনো আরো ভালো অ্যাপ নিয়ে আসতে পারি।

Comments