হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?

আমাদের প্রায় সবারই ল্যাপটপ বা ডেস্কটপ আছে।  অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারের হার্ডডিস্কের কোন না কোন পার্টিশনের জায়গা ক্রমশ কমতে থাকে। এর বিভিন্ন কারন থাকতে পারে। যেমন আমার কারনটি হচ্ছে, আমি মুভি দেখতে প্রচন্ড ভালোবাসি।  আমার (E) ড্রাইভের ১৩৮ জিবির মধ্যে ১২৪ জিবিই মুভি এবং নাটক দিয়ে ভরা ছিলো। ছিলো আর মাত্র ১৪ জিবি। আমার মত আপনাদেরও বিভিন্ন রকম কারন থাকতে পারে। আচ্ছা যাই হোক, যখন দেখলাম যে আমার (E) ড্রাইভের জায়গা বেশি নেই, তখন ভাবলাম যে  অন্য ড্রাইভ থেকে জায়গা আনবো। কারন, আমার অন্য দুই ড্রাইভের একটিতে ৮৪ জিবি এবং আরেকটিতে ৮৭ জিবি খালি ছিলো। এমন সময় যে কারও মাথায়-ই এই বুদ্ধিটা আসবে।  অনেকে  এটিকে ঝামেলা মনে করে বা বুঝে না। আবার অনেকেই জানেনই না যে এভাবে অন্য ড্রাইভ থেকে জায়গা আনা যায় কিনা।তাদের জন্য বলছি যে এক্রনিস ডিস্ক ডিরেক্টরের মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। নিচের থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।ডাউনলোড হওয়ার পর ইন্সটল করুন। ইন্সটল হওয়ার পর আপনাকে রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট করুন।
এরপর আপনি সফটওয়্যারটি ওপেন করুন।
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
এমনটি দেখতে পাবেন।
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
Increase Free Space এ ক্লিক করুন।
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
এখানে আপনি যেই ড্রাইভের জায়গা বাড়াতে চান সেই ড্রাইভটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন। আমি এখানে (E:) ড্রাইভটি সিলেক্ট করেছি।
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
এবার আপনি যে ড্রাইভ থেকে খালি জায়গা নিতে চান সেই ড্রাইভটি সিলেক্ট করে Next  এ ক্লিক করুন।
 –
 –
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
৮-১০ সেকেন্ড এমনটা দেখতে পাবেন।
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
খেয়াল করুন, (E:) ড্রাইভে আমার ২০০ জিবি আছে। আমি (D:) ড্রাইভ থেকে ১৫ জিবি নিচ্ছি। জায়গা বাড়ানোর পর আমার (E:) ড্রাইভের জায়গার পরিমান হবে ২১৫.৭ জিবি। আপনার এখানে যতটুকু প্রয়োজন ততটুকু নিন, এরপর Next এ ক্লিক করুন।
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
এখানে আপনাকে দেখানো হচ্ছে যে জায়গা বাড়ানোর পর আপনার ড্রাইভগুলোর জায়গার পরিমান কতটুকু হবে। এবার Finish এ ক্লিক করুন।
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
লাল দাগ দিয়ে সার্কেল করা স্থানটিতে ক্লিক করুন।
হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন কিভাবে ?
এখন Proceed বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক বাকী কাজ শেষ হয়ে রিস্টার্ট নিবে।রিস্টার্ট শেষে ড্রাইভ স্পেস চেক করলে দেখবেন যে ড্রাইভের স্পেস বাড়িয়েছিলেন তা আপনার চাহিদা মত বেড়েছে।

Comments