বাংলা ফন্ট ইন্সটল করার জন্য প্রথমে আপনার দরকার হবে বাংলা ফন্ট যা আপনি ইন্সটল করবেন। তাছাড়া আপনার ফোনটি অবশ্যই রুট করা থাকতে হবে।
প্রথমে নিচের দেয়া ফাইল গুলো ডাউনলোড করে নিন:
এবার আপনার বর্তমান রম টি ব্যাকআপ দিয়ে নিন যাতে করে যে কোন সমস্যা হলে মোবাইলটিকে রিস্টোর করা যায়:
১।এখন root explorer অ্যাপ টি ওপেন করুন এবং sipersu/superuser দিয়ে রুট এক্সেস দিন।
২।এবার root explorer দিয়ে আপনার মোবাইল এর sustem/fonts লোকেশন এ যান এবং পূর্বের ডাউনলোড করা বাংলা ফন্টটি এই ফোল্ডার এ কপি পেস্ট করুন।
৩।আপনার কাজ শেষ। এবার ফোনটি রিস্টার্ট দিন। দেখুন এবার আপনার মোবাইল এ বাংলা লেখা দেখা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য ঃ যদি মোবাইলএ কোন সমস্যা দেখা দেয় তাহলে পূর্বের ব্যাকয়াপ করা রমটি রিস্টোর করে নিন।
আপনাদের আর কিছু জানার থাকলে বা প্রশ্ন করার থাকলে আমাদের অফিসিয়াল গ্রুপে যোগ দিয়ে আপনার আপনার মতামত, প্রশ্ন, অভিযোগ করতে পারেন।
Comments