শাহরুখকে বাবা বলে পরিচয় দিতে চান না আরিয়ান!

খবরটা সত্যিই চমকে দেওয়ার মতো। জনসমক্ষে শাহরুখকে নিজের বাবা বলে পরিচয় দেন না আরিয়ান! শুধু তাই নয়, যদি কেউ তাঁকে চিনে ফেলে, তা-ও অবলীলায় অস্বীকার করে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। বলিউড বাদশাকে নিজের বন্ধু বা পরিচিত বলে পরিচয় দিতে পারলে নিজেদের ধন্য মনে করেন এমন লোকের সংখ্যা কিছু কম নয়। শাহরুখের সঙ্গে এক বারের আলাপ বা এক বার হাত মেলানোর কথা কত জন সারা জীবন ধরে লোকের কাছে
বার বার বলে বেড়ান। আমজনতা কেন, বলিউডের কত নায়িকাও তাঁর সঙ্গে অন্তত এক বার কাজ করার জন্য পাগল! সেই শাহরুখ খানকে কি না নিজের বাবা বলে পরিচয়ই দিতে চান না তাঁর বড় ছেলে আরিয়ান! এটা কোনও গুজব নয় তো! না। কারণ, এ কথা সবাইকে নিজেই জানিয়েছেন শাহরুখ। খুব সম্প্রতি তাঁর নতুন ফিল্ম ‘ফ্যান’-এর প্রচার অনুষ্ঠানে এ কথা জানান তিনি। কেন এমন করেন আরিয়ান? শাহরুখ জানান, ‘স্টার কিড’ বলে কেউ যদি ওকে চিনে ফেলে, সে ক্ষেত্রে স্বাভাবিক মেলামেশা বা কথা বলার ক্ষেত্রে অস্বস্তি বোধ করেন আরিয়ান। তা ছাড়া যাঁরা ওঁকে চিনতে পারেন, তাঁরাও কিছুতেই আর স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন না। তাই দু’তরফা এই অস্বস্তি এড়াতেই নাকি এমনটা করে থাকেন আরিয়ান। এতে পাবলিক প্লেসে স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে পারেন তিনি। বলিউড বাদশার ছেলে হয়েও সাধারণ থাকার জন্য আরিয়ানের এই চেষ্টায় খুশি শাহরুখও। তাই ছেলের এই ব্যাপারটা জানতে পেরে খুশি হয়েই সবার সঙ্গে বিষয়টা শেয়ার করলেন তিনি। - আনন্দবাজার পত্রিকা 

Comments