কম্পিউটার স্লো হয়ে গেলে করনীয়

অনেক কারণেই কম্পিউটার স্লো হতে পারে। কিন্তু বর্তমান সময়ে দ্রুতগতির সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে স্লো কম্পিউটারের উপর একদমই ভরসা করা যায় না। নিয়মিত কিছু বিষয় মেনে চললেই আপনার কম্পিউটার আর স্লো হবে না।
চলুন, জেনে নেয়া যাক-
১. ভাইরাসের কারণে পিসি স্লো হয়ে যেতে পারে। এজন্য নিয়মিত ভাইরাস স্ক্যান করুন।
২. অতিরিক্ত ধুলা-বালির জন্য কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। এজন্য মাসে অন্তত একবার হলেও সিপিইউ খুলে এর ধুলাবালি পরিষ্কার করা উচিত।
৩. সি ড্রাইভের জায়গা বেশি ভরে গেলে পিসি স্লো হতে পারে। সি ড্রাইভের অপ্রয়োজনীয় ডাটা অন্য ড্রাইভে রাখুন।
৪. অপ্রয়োজনীয় সফটওয়্যার পিসি থেকে আনইন্সটল করে ফেলতে পারেন। এর কারণেও অনেক সময় পিসি স্লো হতে পারে।

Comments