ল্যাপটপ কিনে শুধু ব্যাবহার করলেই চলবে না। নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে। আপনার ল্যাপটপটি যাতে দীর্ঘদিন ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস মেনে চলা উচিত। এতে করে ল্যাপটপের পারফরমেন্সও ভালো থাকবে। যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা হয়তো অনেকেই এসব নিয়ম কানুন সম্পর্কে অবগত নন।
ল্যাপটপের পারফরমেন্স ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলতে হয় চলুন জেনে নেই ল্যাপটপ ব্যবহারের ১০ টি গুরুত্বপূর্ণ টিপসঃ
১। ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি দিয়ে চালাতে হবে, নইলে ব্যাটারির আয়ু কমে যাবে।
২। ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন।
৩। শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
৪। আমরা সাধারণত যাই ডিলিট করি তাই রিসাইকেল বিনে জমা হয় যা অনেক জায়গা নষ্ট করে তাই রিসাইকেল বিন থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে ফেলুন।
৫। ল্যাপটপ ডেস্কটপের মতো একটানা ব্যবহার করা ঠিক নয়। বেশ কয়েক ঘণ্টা ব্যবহার করার পর ল্যাপটপ কিছু সময় বন্ধ রাখা উচিত।
৬। ল্যাপটপের ভেতরের বাতাস যেন সহজে বের হতে পারে এমনভাবে ল্যাপটপ রাখুন , সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
৭। ল্যাপটপে যথা সম্ভব ছোট সাইজের সফটওয়্যার ব্যবহার করবেন। এতে ল্যাপটপ স্লো হবেনা।
৮। হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না
৯। ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
১০। অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। এছাড়া দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।
২। ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন।
৩। শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
৪। আমরা সাধারণত যাই ডিলিট করি তাই রিসাইকেল বিনে জমা হয় যা অনেক জায়গা নষ্ট করে তাই রিসাইকেল বিন থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে ফেলুন।
৫। ল্যাপটপ ডেস্কটপের মতো একটানা ব্যবহার করা ঠিক নয়। বেশ কয়েক ঘণ্টা ব্যবহার করার পর ল্যাপটপ কিছু সময় বন্ধ রাখা উচিত।
৬। ল্যাপটপের ভেতরের বাতাস যেন সহজে বের হতে পারে এমনভাবে ল্যাপটপ রাখুন , সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
৭। ল্যাপটপে যথা সম্ভব ছোট সাইজের সফটওয়্যার ব্যবহার করবেন। এতে ল্যাপটপ স্লো হবেনা।
৮। হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না
৯। ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
১০। অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। এছাড়া দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।
Comments