ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ সহ আর আনেক কিছুই বন্ধ করলো সরকার

সবাই ভালো আছের আশা করি । বেশি কথা না বলে আজকের টিউনটি শুরু করি। প্রথমে বলেনি সরকার কেন এগুলা কেন বন্ধ  করেছে। যারা এটা সবাই পড়ে তার পর ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক সাইট গুলা ব্যবহার করবেন।
ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। আজ বুধবার দুটি আলাদা নির্দেশনায় এ সব মাধ্যম বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে ইন্টারনেট বন্ধের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি। যদিও বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ ছিল।
বিটিআরসির উচ্চ পর্যায়ের সূত্র  জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
বুধবার দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।
একাধিক মুঠোফোন অপারেটর, ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) বিটিআরসির এ নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁরা প্রথম আলোকে বলেন, দুপুরে বিটিআরসি থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। পরে দুটি লিখিত আদেশ পাঠানো হয়।
কয়েকটি সূত্র জানিয়েছে, লিখিত নির্দেশনায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধের কথা বলা হলেও মৌখিকভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী আইআইজিগুলো বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘন্টা ইন্টারনেট সেবা বন্ধ রাখে। পরে বিটিআরসি থেকে ইন্টারনেট সেবা চালু করার কথা জানিয়ে দেওয়ার পর সেটা চালু করা হয়।(এটুকু প্রথম আলো থেকে কপিকরা)
যারা Android ব্যবহার করেন তারা যে কেন VPN ব্যবহার করলেই হবে ।
br ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ সহ আর আনেক কিছুই বন্ধ করলো সরকার
যারা PC ব্যবহার করেন তারা যে কেন VPN ব্যবহার করলেই হবে ।
hot ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ সহ আর আনেক কিছুই বন্ধ করলো সরকার
আমি আল্প কথায় বুঝিয়ে দিয়েছি কারো বুঝতে সমষ্য হলে কমেন্টে বলবেন আমি সাহায্য করব ।
## সব শেষে বলতে চাইবো আপনারা বুঝার চেষ্টা করুন সরকার বা আইন প্রয়োগ কারি সংস্থা যেটা করছেন তা আবসয় দেশের ভালোর জন্যেই করছে ।

Comments